প্রচ্ছদ / প্রতিষ্ঠান প্রধানের বাণী
সম্মানিত উপস্থিতি,
একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবেলার প্রথম সোপান—হলো শিক্ষা। কারণ, সুশিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি লাভ করতে পারে না। শিক্ষাই মানুষকে গড়ে তোলে সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধসম্পন্ন সুনাগরিক হিসেবে। শিক্ষা ব্যতীত মানুষের মধ্যে দেশপ্রেম, মানবতা ও নৈতিক মূল্যবোধের বিকাশ ঘটানো সম্ভব নয়।
আজ আমরা এমন এক সময়ে দাঁড়িয়ে আছি, যেখানে আধুনিক ও ডিজিটাল বাংলাদেশ গঠনের স্বপ্ন বাস্তবায়নের জন্য প্রয়োজন যুগোপযোগী, প্রযুক্তিনির্ভর এবং মানসম্মত শিক্ষা। এই শিক্ষাই আমাদের নতুন প্রজন্মকে প্রস্তুত করবে বিশ্বের সঙ্গে প্রতিযোগিতা করার জন্য এবং দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেবে।
আমাদের প্রতিষ্ঠান শিক্ষার ক্ষেত্রে অনুসরণ করছে অংশগ্রহণমূলক পদ্ধতি। নিয়মিত আধুনিক পদক্ষেপ ও কার্যকর কর্মপরিকল্পনার মাধ্যমে আমরা এ প্রতিষ্ঠানকে আন্তর্জাতিক মানে উন্নীত করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছি।
আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি—শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও পরিচালনা পরিষদের সম্মিলিত প্রচেষ্টায় একদিন এ প্রতিষ্ঠান সর্বাধুনিক বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠানে রূপ নেবে, আর সেই দিনই আমাদের স্বপ্নের বাংলাদেশ আরও এক ধাপ এগিয়ে যাবে।
ধন্যবাদ।